OUR FACILITIES
আমাদের বিশেষ সুবিধাসমূহ
- টেকনিক্যাল ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক দ্বারা এমন ভাবে পাঠদান করা হয় যে, কোন প্রকার গৃহশিক্ষকের প্রয়োজন হয় না।
- সাইক Job Placement Cell – এর মাধ্যমে পাশকৃত সকল ছাত্র-ছাত্রীদের চাকরি প্রাপ্তি নিশ্চিত করে।
- শিক্ষার্থীদের তত্ত্বাবধানের জন্য গাইড শিক্ষকের ব্যবস্থা।
- ১০০% ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
- ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা, যা থেকে ছাত্র/ছাত্রীরা Information Super Highway থেকে শিক্ষণীয় বিষয় আহরণ করতে পারবে।
- ইন্ডাস্ট্রি রিলেটেড কাজের দক্ষতার জন্য ইন্ডাস্ট্রি থেকে গেস্ট লেকচারার আমন্ত্রণ করা।
- মেধা বিকাশে অর্থনৈতিক অস্বচ্ছলতা কোন প্রতিবন্ধকতা নয়। তাই সকল ছাত্র-ছাত্রী JPI তে পড়ার সুযোগ পাবে।
- মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সর্বাধিক ব্যবহারিক ক্লাস ও ল্যাবের সুবিধা।
- হেল্থ কার্ডের মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মেডিকেল চেক আপ এর ব্যবস্থা।
- C C ক্যামেরার মাধ্যমে ক্লাস ও ল্যাব মনিটরিং এর ব্যবস্থা ।
আমাদের ব্যতিক্রম বৈশিষ্ট্য
- পাঠদানের আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ তৈরী করা।
- দক্ষ ডিপ্লোমা মানবসম্পদ তৈরি করা।
- ১০০% শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।
আমাদের রয়েছে HOSTEL ব্যবস্থা
ছাত্র/ছাত্রীদের আবাসিক সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে SIMT কতৃপক্ষ ৬০ আসন বিশিষ্ট ছেলে ও মেয়েদের পৃথক আবাসিক হোস্টেল পরিচালনা করে আসছে। পরিষ্কার- পরিচ্ছন্ন ছাড়াও সুশৃঙ্খল্ভাবে হোস্টেল পরিচালনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রবেশ ও প্রস্থান রেজিস্টার বইয়ে লিপিবদ্ধ করা হয়। এছাড়া হোস্টেল গুলো পুরোপুরি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। হোস্টেলে অবস্থানরত ছাত্র/ছাত্রীদের জন্য লাইবেরি এবং ল্যাব ব্যবহারের পর্যাপ্ত সুবিধা রয়েছে।
হোস্টেল সম্পর্কিত যেকোন তথ্য জানতে যোগাযোগ : ০১৭১৬৫৫৯৪৯৩, ০১৯৩৬০০৫৮৮১