মোঃ মাসুদ রানা
টেক্সটাইল
জীবনে সফলতা পেতে কে না চায়। সবাই চায় সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে। এরই ধারাবাহিকতায় আমি এস.এস.সি পরীক্ষার পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে একটি সফল প্রতিষ্ঠানের খোঁজে ঢাকায় আসি। ঢাকায় আমার এক চাচাত ভাইয়ের মাধ্যমে জানতে পারি পলিটেকনিক জগতে সফল প্রতিষ্ঠান সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির কথা। যথারীতি আর দেরি না করে সাইক এর মেইন ক্যাম্পাসে এসে যোগাযোগ করি কিভাবে ভর্তি হওয়া যায়। ভর্তি হওয়ার পর লোকমুখে শোনা কথা বাস্তবে পরিনত হয়। এখানকার শিক্ষকদের আন্তরিকতা, ল্যাবসমূহের সুযোগ সুবিধা সত্যিই অনেক সমৃদ্ধ। প্রকৃতপক্ষে আমার দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে উঠার পেছনে সাইকের অবদান অনস্বীকার্য। বর্তমানে আমি নোমার হোম টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি।